ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

পুলিশ প্রহরায় ইবিতে নিয়োগ বোর্ড

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া | প্রকাশিত: ০৪:২২ পিএম, ০৩ জুন ২০১৮

পুলিশ প্রহরায় ও বিশেষ নিরাপত্তার মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৩টি পদে শিক্ষক নিয়োগ বোর্ড সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিত করে রোববার বেলা ১১টার দিকে উপাচার্যের বাসভবনে এ নিয়োগ বোর্ড শুরু করে কর্তৃপক্ষ। পরীক্ষায় ৩১ জন আবেদনকারীর মধ্যে ২৫ জন অংশগ্রহণ করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

iu-pic2

পরীক্ষাকে কেন্দ্র করে রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, উপাচার্যের বাস ভবন, প্রশাসন ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ ও র্যাব টহল দিতে থাকে।

প্রসঙ্গত, সাবেক ছাত্রলীগ নেতাদের চাকরি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার নিয়োগ বোর্ড হতে না দেয়ার ঘোষণা দেয় চাকরী প্রত্যাশীরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোন মূল্যে নিয়োগ বোর্ড সম্পন্ন করতে ক্যাম্পাসে পুলিশ র্যাব মোতায়েন করে। ফলে সকাল থেকেই প্রধান ফটক, উপাচার্যের বাস ভবন, প্রশাসন ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএ/এমএস

আরও পড়ুন