ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

আরেফিন সিদ্দিকের গাড়ি ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশ নেই

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাবি | প্রকাশিত: ১২:১২ এএম, ৩০ জুন ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়ি ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি কোনো সুপারিশ করেনি।

শুক্রবার আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান একথা বলেন। যদিও গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সাবেক রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে কিছুদিন আগে চাকরিচ্যুত করা হয়।

আখতারুজ্জামান বলেন, ‌'তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ইতিহাস বিকৃতির ঘটনায় সাবেক রেজিস্ট্রারকে চাকরিচ্যুত করা হয়েছে।' তদন্ত শেষ হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ওই অংশটিরই তদন্ত প্রতিবেদন পেয়েছি।’

উল্লেখ্য, ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় এক প্রবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করেন সাবেক রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান। ওই তাৎক্ষণিকভাবে স্মরণিকাটি বাজেয়াপ্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ইতিহাস বিকৃতির ঘটনায় ক্ষুব্ধ হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ ও তৎকালীন উপাচার্যের গাড়িতে হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর ২২ জুলাই ইতিহাস বিকৃতি ও উপাচার্যের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের দুটি তদন্ত কমিটি করা হয়। তদন্ত শেষে চলতি বছরের ২২ মে সৈয়দ রেজাউর রহমানকে চাকরিচ্যুত করা হয়। কিন্তু উপাচার্যের গাড়ি ভাঙচুরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এমএইচ/জেএইচ

আরও পড়ুন