ইবি পাবলিক নাকি প্রাইভেট?
নামে-বেনামে খাত তৈরি করে ফি নেয়া এবং ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
এই আন্দোলনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ একাত্মতা ঘোষণা করে জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তোমাদের পাশে আছি আমরা। তবে গত বছর ভর্তি ফি কমানোর দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো বেশ কয়েকদিন আন্দোলন করলেও তখন ছাত্রলীগ ছিল নীরব।
ভর্তি ফি বাড়ানোর এক বছর পর ছাত্রলীগের টনক নড়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান বলেন, তখন বিষয়টি আমরা জানতাম না। এখন বিষয়টি জেনে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছি।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এবার ভর্তি ফি তিনগুণ বাড়িয়েছে প্রশাসন। গতবার থেকে ভর্তি ফি বাড়ানো, হল বাবদ ফি বাড়ানো, সেমিস্টার পরীক্ষায় ফি বাড়ানো এবং পরিবহন খাতসহ বিভিন্ন খাতে ফি বাড়ানোর প্রতিবাদে আজ মানববন্ধন করা হয়।
শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, ইবি পাবলিক নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়? কেন আমাদের ওপর অত্যাচার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফিসহ সকল অতিরিক্ত ফি কমাতে হবে। শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না।
আন্দোলনকারী শিক্ষার্থী মৌমিতা বলেন, অবিলম্বে ভর্তি ফিসহ বিভিন্ন খাতে ফি কমাতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে আগামীকাল একই সময়ে মানববন্ধনের ডাক দেয়।
ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/পিআর