ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি : ঢাবি অধ্যাপক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে তুলে নেয়ার অভিযোগ করেছে তার পরিবার। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার পরিবার অভিযোগ করে বিভাগ থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড থেকে সাদা পোশাকের একদল লোক মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে গেছে।

কিন্তু এর কিছু সময় পরেই ড. মিজানুর রহমানের বড় ভাই মো. আখতারুজ্জামান জাগো নিউজকে জানান, তার ভাইকে ছেড়ে দেয়া হয়েছে। যদিও কারা তাকে ধরে নিয়েছিল তা জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে কথা বলতে ড. মিজানুর রহমানকে ফোন দেন বেশ কয়েকটি গণমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। এর মধ্যে একজনের ফোন রিসিভ করেন ড. মিজানুর রহমান। তিনি ওই সাংবাদিককে জানান, এমন কোনো ঘটনা ঘটেনি। তার মোবাইলে চার্জ না থাকায় পরিবার বিভ্রান্তিতে পড়েছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ বিষয়ে জাগো নিউজকে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ পাওয়ার পর আমি স্যারকে ফোন দিয়েছি স্যার নিজেই আমাকে বলেছেন এমন কোনো ঘটনা ঘটেনি।’

উল্লেখ্য, মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সঙ্গে সম্পৃক্ত।

এমএইচ/এসএইচএস/এমএস

আরও পড়ুন