ডাকসুতে পুনরায় নির্বাচনের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ
ভিসির পদত্যাগ ও পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘটের সমর্থনে প্রগতিশীল ছাত্রজোট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রেহনুমা রুবাইয়াৎ সভাপতিত্বে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক রাজন দেবের সঞ্চালনায় সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি সুবিনয় রায়, ছাত্রফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নন্দী ও ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সভাপতি তপন দেবনাথ।
সমাবেশে বক্তারা বলেন, কারচুপির ডাকসু নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন দিতে হবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের এবং প্রহসনের নির্বাচনে যারা মদদপুষ্ট সবাইকে শাস্তির আওতায় আনতে হবে।
রিপন দে/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ চবিতে ছাত্রদল-শিবির মুখোমুখি, মূল গেটের বাইরে বহিরাগতদের অবস্থান
- ২ চাকসুর ভিপিকে অশ্রাব্য ভাষায় গালি দিলেন চবি ছাত্রদল সেক্রেটারি
- ৩ প্রো-ভিসির পদত্যাগ দাবি, প্রশাসনিক ভবনে ছাত্রদল-বামপন্থিদের তালা
- ৪ নিয়ন্ত্রণহীন চলন্ত সিঁড়ি, আতঙ্কে ব্র্যাকের শিক্ষার্থীরা
- ৫ ছাত্রদলের প্যানেলে ‘মুক্তিযুদ্ধ পদ’ ফাঁকা, নারী প্রার্থী একজন