সময় আছে মাত্র দুই মাস, পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাবি ছাত্রলীগ
আর মাত্র দুই মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ কমিটির মেয়াদ শেষ হবে। এই সময়ে এসে পূর্ণাঙ্গ কমিটি পেল সংগঠনটির এ শাখা।
গত বছরের ৩১ জুলাই সঞ্জিত চন্দ্র দাসকে সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ঢাবি ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা কমিটির মেয়াদ এক বছর।
সে অনুযায়ী আগামী জুলাইয়ের শেষের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বৃহস্পতিবার এই কমিটির অনুমোদন দেন।
২৫১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ৫১ জনকে, যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১১ জন, বিভিন্ন সম্পাদক ৩০ জন, উপসম্পাদক ৯৬ জন, সহ-সম্পাদক ৩৪ জন এবং সদস্য করা হয়েছে ১৬ জনকে।
পূর্ণাঙ্গ কমিটি দেখতে ক্লিক করুন
এমএইচ/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাবি প্রেসক্লাবের পুনর্মিলনী শনিবার, বর্ণিল সাজে ক্যাম্পাস
- ২ ‘সি’ ইউনিটে উপস্থিতি ৮৭ শতাংশ, আসনপ্রতি ভর্তিচ্ছু ২৯
- ৩ জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি
- ৪ জকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচিতদের খালেদার কবর জিয়ারত
- ৫ এককালীন ফি দুবার আদায়, ১৬ লক্ষাধিক টাকা ফেরত পাবে শিক্ষার্থীরা