ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

আবরার হত্যার বিচার দাবি হাবিপ্রবি শিক্ষার্থীদের

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০৮ অক্টোবর ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার বিচার দাবি করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

এ দাবিতে মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। আবরারের হত্যাকারীদের বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে শিক্ষার্থীরা দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা।

ঘণ্টাব্যাপী দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই ধারে শত শত যানবাহন আটকা পড়ে।

এমদাদুল হক মিলন/এমএসএইচ/পিআর