অনার্স ২য় বর্ষ পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর এ পরীক্ষা শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান তথ্য কর্মকর্তা ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঘুর্ণিঝড় বুলবুলের কারণে গত ৯ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। বর্তমানে এ পরীক্ষা ১৪ নভেম্বর থেকে শুরু করা হবে। শেষ হবে ২০ ডিসেম্বর। প্রতিদিন দুপুর ১ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার জন্য নতুন করে রুটিন তৈরি করা হয়েছে। পরীক্ষার রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://www.nu.ac.bd/ পাওয়া যাবে।
এমএইচএম/জেডএ/এমকেএইচ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ চবিতে ছাত্রদল-শিবির মুখোমুখি, মূল গেটের বাইরে বহিরাগতদের অবস্থান
- ২ চাকসুর ভিপিকে অশ্রাব্য ভাষায় গালি দিলেন চবি ছাত্রদল সেক্রেটারি
- ৩ প্রো-ভিসির পদত্যাগ দাবি, প্রশাসনিক ভবনে ছাত্রদল-বামপন্থিদের তালা
- ৪ নিয়ন্ত্রণহীন চলন্ত সিঁড়ি, আতঙ্কে ব্র্যাকের শিক্ষার্থীরা
- ৫ ছাত্রদলের প্যানেলে ‘মুক্তিযুদ্ধ পদ’ ফাঁকা, নারী প্রার্থী একজন