ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার একযোগে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল, সাক্ষাৎকার ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.mbstu.ac.bd ও mbstu.admission.org এবং সংশ্লিষ্ট ডিন অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
ভর্তিচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ইউনিট ভিত্তিক বিষয় নির্ধারণের জন্য আগামী ৪ ও ৫ জানুয়ারি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
আরিফ উর রহমান টগর/এমবিআর/জেআইএম