ছুটির মধ্যে ইবিতে রিটেক ও মানোন্নয়ন পরীক্ষা
ফাইল ছবি
শীতকালীন এবং সাপ্তাহিকসহ ১১ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) থেকে ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম। তবে এ ছুটির মধ্যেও করোনার কারণে আটকে থাকা বিভিন্ন বিভাগের রিটেক ও মানোন্নয়ন পরীক্ষা নেয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শীতকালীন ছুটিতে ইংরেজি বিভাগ রিটেক ও মানোন্নয়ন পরীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এ
বিষয়ে উপাচার্যে সঙ্গে কথা বললে তিনি পরীক্ষা নেয়ার মৌখিক অনুমতি দিয়েছেন। অন্যান্য বিভাগও চাইলে রিটেক ও মানোন্নয়ন পরীক্ষা নিতে পারবে।’
১১ দিনের ছুটি শেষে ৪ জানুয়ারি যথারীতি অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।
রায়হান মাহবুব/এএইচ/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি