পরিবেশ ফেলোশিপ পেল স্টামফোর্ড সাংবাদিক ফোরাম
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামকে আবু আহমেদ মজুমদার পরিবেশ ফেলোশিপ-২০২১ প্রদান করা হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) কর্তৃক ফেলোশিপ প্রদান ও চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন স্টামফোর্ড সাংবাদিক ফোরামের কনভেনর মোশাররফ হোসেন এবং সভাপতি হাসান ওয়ালী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক আকরাম হোসেন।
শুভেচ্ছা বক্তব্যে ড. কামরুজ্জামান মজুমদার বলেন, পরিবেশের জন্য সবসময় কাজ করে যাচ্ছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সঙ্গে এই সেতুবন্ধন এ কাজকে আরও বেগবান করবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মাদ আলী নকী তার বক্তব্যে বলেন, পরিবেশ সংক্রান্ত সংবাদ সাধারণ মানুষের জন্য সহজে পরিবেশন করতে পারবে সাংবাদিকরা। সাংবাদিক ফোরাম ও ক্যাপস একযোগে কাজ করলে পরিবেশ বিষয়ে মানুষকে সচেতন করা আরও অনেক সহজ হবে।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম ইলিয়াস মিরন বলেন, এখন পরিবেশ দূষণ অনেক বেড়ে গেছে। পরিবেশ সংক্রান্ত যে কাজগুলো হয় তা বেশি করে প্রচার প্রয়োজন। সাংবাদিক ফোরাম এখানে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল মতিন, সাংবাদিক ফোরামের কো-কনভেনর তপন মাহমুদ, অধ্যাপক ড. গুলশান আরা লতিফা, পল্লিমা সংসদের সভাপতি হাফিজুর রহমান ময়না, আবু আহমেদ মজুমদার পরিবারের সদস্য ফজলে আজিম, আসাদুজ্জামান মজুমদার ও অ্যাডভোকেট মারুফা গুলশান আরা, পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ শাহাদাত হোসাইন, আব্দুল্লাহ আল নাঈম।
আরও উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এস কে শাওন, সাংগঠনিক সম্পাদক তানভীর সিদ্দিক টিপু, দফতর সম্পাদক সাইফুন মুবিন পল্লব, অর্থ সম্পাদক আফরোজা ইসলাম, কার্যকরী সদস্য আমিনুর রহমান হৃদয়, সদস্য ফারজানা আক্তার রিয়া, তমাল খান প্রমুখ।
প্রসঙ্গত, আগামী এক বছরের জন্য স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামকে এই ফেলোশিপ প্রদান করা হয়েছে।
এস কে শাওন/এআরএ/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ক্যাম্পেইন শুরু জাবি ছাত্রশক্তির
- ২ সারাদেশে নারীদের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি ইসলামী ছাত্রীসংস্থার
- ৩ নারী হেনস্তাকারীদের বিরুদ্ধে ডাকসু জিরো টলারেন্স: সাদিক কায়েম
- ৪ জামায়াতের পর্দা করা নারী কর্মীদের ‘ভূত’ বলে কটাক্ষ ছাত্রদল নেতার
- ৫ শাটল ট্রেনে পাথর নিক্ষেপে চবি শিক্ষার্থী আহত