এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হলেন হাবিবুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান আকন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ শাখায় উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ প্রদান করা হয়। পরে গত বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে অধ্যাপক হাবিবুর রহমান উপাচার্য হিসেবে যোগদান করেন।
অধ্যাপক হাবিবুর রহমান ১৯৭২ সালে প্রভাষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে যোগদান করেন। পরে ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বিভাগের সভাপতির দায়িত্বে পালন করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ, অনুষদ প্রধান, সিন্ডিকেট সদস্য, ফিন্যান্স কমিটিতে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক হাবিবুর রহমান।
সালমান শাকিল/আরএইচ/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ভারতীয় হাইকমিশনারকে ফেরত পাঠানোর দাবিতে ঢাবিতে বিক্ষোভ
- ২ প্রচারণার ৩ দিনেও ব্যালট নম্বর প্রকাশ হয়নি, ক্ষোভ প্রার্থীদের
- ৩ ওসমান হাদির সুস্থতা কামনায় ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির দোয়া মাহফিল
- ৪ জাবিতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ৫ ক্ষমতা ধরে রাখার মানসিকতাই এ দেশকে পিছিয়ে নেবে: ধর্ম উপদেষ্টা