ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাঙ্গামাটিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৭৫ জন

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৭ অক্টোবর ২০২১

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা।

রোববার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘ক’ ইউনিটের এই সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা দায়িত্ব পালন করেন কেন্দ্র প্রধান হিসেবে।

jagonews24

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য।

জানা যায়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৮০০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ৭২৫ জন। আর অনুপস্থিত ছিলেন ৭৫ জন।

jagonews24

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটের অধীনে ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি আসন, বায়োলজিক্যাল সায়েন্স অনুষদভুক্ত ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ২৫টি আসন এবং ফিশারিজ অনুষদভুক্ত ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগে মোট ২৫টি আসন রয়েছে।

শংকর হোড়/ এফআরএম/জিকেএস