চবিতে অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে যুবক আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছেন মাসুদ সরকার (২৫) নামের এক যুবক। তিনি জুলকারনাইন শাহী নামের এক ভর্তিচ্ছুর পরীক্ষা দিতে বসেছিলেন।
রোববার (৩১ অক্টোবর) চবির ‘ডি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে লাইব্রেরি ভবনের নিচ তলার কলা ও মানববিদ্যা অনুষদের পাঠকক্ষ থেকে তাকে আটক করা হয়।
মাসুদ গাইবান্ধার সুন্দরগঞ্জের দহবন্ধ ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে। তিনি কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। অন্যদিকে জুলকারনাইন গাইবান্ধার গোবিন্দগঞ্জের এআরএম শরিফুল ইসলাম জর্জের ছেলে। তিনি ধানমন্ডি আইডিয়াল কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, প্রক্সি দেওয়ার সময় আমরা একজনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রোকনুজ্জামান/আরএইচ/জিকেএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ এবার গোলাম আজমের ব্যঙ্গচিত্র আকঁলো মুহসীন হলের ৩ শিক্ষার্থী
- ২ চবিতে ছাত্রদল-শিবির মুখোমুখি, মূল গেটের বাইরে বহিরাগতদের অবস্থান
- ৩ চাকসুর ভিপিকে অশ্রাব্য ভাষায় গালি দিলেন চবি ছাত্রদল সেক্রেটারি
- ৪ প্রো-ভিসির পদত্যাগ দাবি, প্রশাসনিক ভবনে ছাত্রদল-বামপন্থিদের তালা
- ৫ নিয়ন্ত্রণহীন চলন্ত সিঁড়ি, আতঙ্কে ব্র্যাকের শিক্ষার্থীরা