ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

হাবিপ্রবিতে ইউনিটভিত্তিক ভর্তি প্রক্রিয়া শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৫ ডিসেম্বর ২০২১

দেশে প্রথমবারের মতো আয়োজিত জিএসটি ভর্তি পরীক্ষার ফলাফলের উপর ইউনিটভিত্তিক হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভর্তি কার্যক্রম হয়েছে।

রোববার (০৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে স্নাতক শ্রেণির প্রথম বর্ষে (২০২০-২১) হাবিপ্রবির আটটি অনুষদে ইউনিটভিত্তিক ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া চলবে ১৫ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। প্রতি ইউনিটের আবেদন ফি ৬০০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, চলতি বছর হাবিপ্রবিতে নির্ধারিত আসন সংখ্যা ১৬৮৫। এছাড়াও বিভিন্ন কোটায় (মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, পোষ্য শিক্ষার্থী, প্রতিবন্ধী, বিকেলসপি) আসন সংরক্ষিত থাকবে। অতিরিক্ত হিসেবে বিদেশি শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৮০টি আসন সংরক্ষিত থাকবে।

আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সব ইউনিটে (A, B, C) আবেদন করতে পারবে। মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা শুধু B ও C ইউনিটে আবেদন করতে পারবে। শুধুমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য ৫০ মার্কের পৃথক ড্রয়িং পরীক্ষায় অংশ নিতে হবে।

এএইচ/জেআইএম