ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় এ ফল প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবার সারাদেশে এক হাজার ৮৫৯ কলেজের ৭০১ কেন্দ্রে সর্বমোট এক লাখ ৯৯ হাজার ৯১ পরীক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd ফল পাওয়া যাবে।

এছাড়া যেকোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে। এ ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে NU<space>DEG<space>ROLL no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

মো. আমিনুল ইসলাম/এএইচ/জিকেএস