শিক্ষামন্ত্রীর কাছে বশেফমুবিপ্রবির ‘অবিনাশী জনক তুমি’ হস্তান্তর
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ‘অবিনাশী জনক তুমি’ স্মারকগ্রন্থ দেওয়া হচ্ছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘অবিনাশী জনক তুমি’ শীর্ষক একটি স্মারকগ্রন্থ প্রকাশ হয়েছে। জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফবিপ্রবি) উদ্যোগে এটি প্রকাশ হয়।
স্মারকগ্রন্থ সম্পাদনা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাসহ দেশ বরেণ্য লেখক-গবেষকদের প্রবন্ধ-লেখা স্থান পেয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মারকগ্রন্থের একটি কপি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে দেন। এসময় শিক্ষামন্ত্রী স্মারকগ্রন্থের প্রশংসা করেন।
ভবিষ্যৎ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে ‘অবিনাশী জনক তুমি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্মারকগ্রন্থ নিয়ে সেমিনার করা যেতে পারে। যাতে দেশ ও জাতি উপকৃত হবে।
এসময় বশেফমুবিপ্রবির উপাচার্য শিক্ষামন্ত্রীকে জানান, এ বিষয়ে নেওয়া হবে প্রয়োজনীয় উদ্যোগ।
জেডএইচ/জিকেএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ভারতীয় হাইকমিশনারকে ফেরত পাঠানোর দাবিতে ঢাবিতে বিক্ষোভ
- ২ প্রচারণার ৩ দিনেও ব্যালট নম্বর প্রকাশ হয়নি, ক্ষোভ প্রার্থীদের
- ৩ ওসমান হাদির সুস্থতা কামনায় ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির দোয়া মাহফিল
- ৪ জাবিতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ৫ ক্ষমতা ধরে রাখার মানসিকতাই এ দেশকে পিছিয়ে নেবে: ধর্ম উপদেষ্টা