ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

নবীনদের পদচারণায় মুখরিত বশেমুরবিপ্রবি ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ৩১ মার্চ ২০২২

নতুনদের আগমনে মুখরিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাস।

বৃহস্পতিবার (৩১ মার্চ) নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে উপস্থিত হলে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেন্দ্রীয়ভাবে নবীনদের বরণ করার কথা থাকলেও পরে সেটা বাতিল করা হয়৷ তাই প্রত্যেক বিভাগ আলাদা-আলাদাভাবে ক্লাসে তাদের বরণ করা হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোরাদ হোসেন বলেন, ৩১ মার্চ থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এ দিন বিভাগগুলো স্ব-স্ব তত্ত্বাবধানে নবীনদের বরণ করবে। পরে মে মাসে কেন্দ্রীয়ভাবে নবীনবরণ হবে।

নবীনদের পদচারণায় মুখরিত বশেমুরবিপ্রবি ক্যাম্পাস

অপরদিকে, নবীন শিক্ষার্থীরাও তাদের প্রিয় ক্যাম্পাসে আসতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছে। ক্যাম্পাসের সেই আড্ডা স্থলগুলোতে পুরাতনদের পাশাপাশি যোগ হয়েছে নতুন নতুন মুখ, যাদের মুখে দেখা যাচ্ছে সাফল্যের মিষ্টি হাসি।

এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের এক নবীন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের অনুভূতির কথা কখনোই ভোলার নয়। স্কুল-কলেজের দিনগুলো কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে জীবনে প্রবেশ করলাম। ডিপার্টমেন্ট থেকে কক্ষ নম্বর জেনে নিলাম। ক্লাসমেটদের সঙ্গে পরিচয় হয়ে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। বিভাগের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পরিচিত হয়ে আমি অনেক উচ্ছ্বসিত

আরএইচ/জেআইএম