ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

খুলনা বিশ্ববিদ্যালয় খুলছে সোমবার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | খুলনা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৫ মে ২০২২

টানা ছুটি শেষে আগামীকাল খুলছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।

রোববার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।

যদিও এর আগে ৭ মে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। এতে করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১ম বর্ষের ছাত্র মো. সাকিব বলেন, ১৬ তারিখ থেকে ক্লাসসহ বিভিন্ন অ্যাসেসমেন্ট থাকায় দ্রুত ক্যাম্পাসে ফিরতে হয়েছে। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে নিরাপদে ক্যাম্পাসে ফেরায় ভালো লাগছে।

তিনি আরও জানান, আগামীকাল খুলনা বিশ্ববিদ্যালয় খুললেও প্রশাসনিক কাজের পাশাপাশি চলবে শুধু ১ম বর্ষের ক্লাস। অন্যান্য সব বর্ষের চলমান প্রস্তুতিমূলক ছুটি (পিএল) শেষ হবে আগামী ২১ মে। পরদিন থেকে শুরু হবে অন্যান্য সব বর্ষের ১ম টার্মের চূড়ান্ত পরীক্ষা।

এর আগে ২৯ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা করা হয়। এসময় সব আবাসিক হল সমূহও বন্ধ ছিল।

আরএইচ/জিকেএস