ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ভারপ্রাপ্ত অধ্যক্ষে চলছে ঢাকা কলেজ, উন্নয়ন-সিদ্ধান্তগ্রহণে সংকট

মো. নাহিদ হাসান | প্রকাশিত: ১১:৫৭ এএম, ০২ জুন ২০২২

ঢাকা কলেজে দুই মাসের বেশি সময় ধরে অধ্যক্ষ নেই। ভারপ্রাপ্ত দিয়ে চলছে দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি। ফলে নানামুখী সংকট ও উন্নয়নকাজে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে পিছিয়ে পড়ছে প্রতিষ্ঠানটি। দ্রুত পূর্ণমেয়াদে অধ্যক্ষ নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন কলেজটির শিক্ষক-শিক্ষার্থীরা।

তারা বলছেন, দেশের প্রাচীনতম এ শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণমেয়াদে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ না থাকায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হচ্ছে। যে কোনো সংকট সমাধানে কার্যকরী ভূমিকা রাখতে পারছেন না। দ্রুত পূর্ণমেয়াদে অধ্যক্ষ নিয়োগ দেওয়া না হলে নানামুখী সংকটে পড়বে কলেজটি।

জানা গেছে, ঢাকা কলেজের ৭৪তম অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার গত ২৪ মার্চ অবসরে যান। এরপর কলেজটির উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান।

সম্প্রতি নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। এসময় অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে তারা। তাছাড়া ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের সংঘর্ষের ঘটনায় কয়েকজন শিক্ষক আহত হন। ওই সময় ঢাকা কলেজের শিক্ষকরা মানববন্ধন করতে চাইলে এতে সম্মতি দেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এনিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের একজন শিক্ষক জাগো নিউজকে বলেন, ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ম অনুযায়ী, রুটিন ওয়ার্ক করে থাকেন। এর বাইরে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই ওনার। অধ্যক্ষ থাকলে যে কোনো সময় দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। তাই অধ্যক্ষ নিয়োগ জরুরি।’

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার জাগো নিউজকে বলেন, ‘ঢাকা কলেজ ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটির আশপাশে অনেক মার্কেট ও গুরুত্বপূর্ণ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব বিবেচনায় সম্মিলিতভাবে কলেজের অ্যাকাডেমিক পরিবেশ বজায় রাখতে কাজ করতে হয়।’

তিনি বলেন, সবকিছু মিলিয়ে এখানে কাজের চাপও অনেক বেশি। কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ থাকার পরেও অনেক সময় কাজের চাপ সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই দ্রুততম সময়ের মধ্যে কলেজে একজন পূর্ণকালীন অধ্যক্ষ নিয়োগের বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করবেন বলে আমি আশাবাদী।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। তবে দ্রুততম সময়ের মধ্যে ঢাকা কলেজে পূর্ণমেয়াদে অধ্যক্ষ নিয়োগ হোক, এমনটি তিনিও চান বলে জানিয়েছেন।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেন, ‘দ্রুত ঢাকা কলেজের অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে।’

এএএইচ/এএসএম