ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক তানভীর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১১:৩৭ এএম, ০১ আগস্ট ২০২২

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোহেল রানাকে সভাপতি ও তানভীর ফয়সালকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৩১ জুলাই) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তি গণমাধ্যমে তাদের নাম ঘোষণা করা হয়।

সোহেল রানা যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অপরদিকে তানভীর ফয়সাল পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী।

এছাড়াও আফিকুর রহমান অয়ন, নাজমুস সাকিব, মেহেদী হাসান ও আল মামুন সিমন সহসভাপতি। কামরুল হাসান শিহাব, এস এম ইকরামুল কবির দ্বীপ ও নূর মোহাম্মদ টনি যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মনিরুল ইসলাম হৃদয় ও মুরাদ পারভেজকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে।

এর আগে ২০১৮ সালের ১৬ মে ছাত্রলীগের তৎকালীন সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুব্রত বিশ্বাসকে সভাপতি ও এসএম শামীম হাসানকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি যবিপ্রবি ছাত্রলীগের ৫৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ে আর কোনো কমিটি হয়নি।

আরএইচ/জেআইএম