ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঘরে ডেকে নারীকে ধর্ষণ, খুবি শিক্ষার্থী গ্রেফতার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | খুবি | প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৩ আগস্ট ২০২২

খুলনায় কাজের জন্য ঘরে ডেকে এক নারীকে (২০) ধর্ষণের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে নগরীর ইসলাম নগর এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী নগরীর হরিনটানা থানায় মামলা করেন।

ওই শিক্ষার্থীর নাম জুয়েল হোসেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মহানগরীর হরিনটানার ইসলামনগর এলাকায় বাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানা, বৃহস্পতিবার কাজের জন্য নিজের বাসায় ডেকে ওই নারীকে ধর্ষণ করেন জুয়েল। পরে বৃহস্পতিবার ওই নারী মামলা দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। মামলা দায়েরের পর পুলিশ জুয়েলকে গ্রেফতার করে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ/এএসএম