কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের দুই হল ছাত্রলীগের সংঘর্ষ
ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই হল ছাত্রলীগের নেতাকর্মীরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে আবারো সংঘর্ষ হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ সংঘর্ষ হয়। এতে নজরুল হলের একজন গুরুতর আহত হন।
নজরুল হল ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান পলাশ বলেন, ‘কাল রাত থেকে এখন পর্যন্ত বঙ্গবন্ধু হলের ছেলেরা আমাদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে। এ নিয়ে আজ সন্ধ্যার মধ্যে প্রশাসনের কাছে একটি সমাধান চাই।‘
তবে বঙ্গবন্ধু হলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) খায়রুল বাশার সাকিব বলেন, ‘আমাদের একজন জুনিয়রকে পেয়ে তারা হামলা করে বসে। পরবর্তী তারা সবাই এসে আমাদের কয়েকজনের ওপর হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমরা এর বিচার চাই।’

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার পুলিশ ইনচার্জ দেবাশীষ রায় বলেন, আমরা এখানে পরিবেশ শান্ত করার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সমাধানের চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাধান করতে না পারলে আমরা আইনিভাবে ব্যবস্থা নেবো।
শুক্রবার নামাজ পড়তে যাওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগকর্মী সেলিম রেজাকে পথ থেকে সরে দাঁড়াতে বলেন কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগ নেতা ও ব্যবসায় শিক্ষা অনুষদের সাংগঠনিক সম্পাদক আশরাফুল রায়হান। নামাজ শেষে রায়হানের কাছে বিষয়টি জানতে চান বঙ্গবন্ধু হলের সেলিম রেজা, রিফাতসহ কয়েকজন ছাত্রলীগকর্মী। এ সময় দুই হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাত ১২টার দিকে ওই দুই হল ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় হলের প্রায় ১২ নেতাকর্মী আহত হন।
এসজে/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি