রাবিতে অনুশীলনের ‘প্রতিপক্ষ’ মঞ্চায়িত
একটি শিশু ট্রেন থেকে নেমে গেলে রাজনৈতিক দুই দলের গোলাগুলির মধ্যে গুলিবিদ্ধ হয়। তখন শিশুটিকে নিহত করা হয়েছে এমন দাবি করে হরতাল পালন করা হয়। একটা সময় যখন সেই হরতালকারীরা ক্ষমতায় আসে তখন তাদের প্রতিপক্ষ যখন জানতে পারে যে শিশুটিকে নিহত দাবি করে হরতাল পালিত হয়েছিল সে জীবিত আছে, তখন তারা শিশুটিকে বাইরে টেনে নিয়ে এসে তাদের স্বার্থ চরিতার্থ করতে চায়। এভাবে দু’পক্ষের স্বার্থের দ্বন্দ্বে এক সময় শিশুটি মারা যায়।
এটা একটা দৃশ্য। এমন আরো ‘নির্মম’ কাহিনী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভাষা শহীদদের স্মরণে নাটক ‘প্রতিপক্ষ’ মঞ্চায়িত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে নাটকটি মঞ্চায়িত হয়।
বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘অনুশীলন নাট্যদলের’ ৫২তম প্রযোজনা এটি। নাটকটির রচনা ও নির্দেশনায় আছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, অনুশীলন নাট্যদলের কর্ণধার ও রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক।
নাটকটির নির্দেশক অধ্যাপক মলয় ভৌমিক বলেন, ‘আমরা নাটকটিতে রাজনৈতিক দুটিপক্ষের স্বার্থের দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষকে যে দুর্ভোগ পোহাতে হয় তা তুলে ধরেছি।
নাটকটির নামকরণের ব্যাপারে জানেত চাইলে মলয় ভৌমিক জাগো নিউজকে বলেন, নাটকটিতে দুটি রাজনৈতিক পক্ষ অর্থাৎ এক পক্ষের সঙ্গে অন্য পক্ষের দ্বন্দ্বের কারণে নাটকটির নাম ‘প্রতিপক্ষ’ রাখা হয়েছে।
নাটকটিতে অভিনয় করেছেন হাসি চক্রবর্তী, রিপন ঘোষ, রাইহান উদ্দিন, শাহরিয়ার তারেক রিয়াল, তানজিনা নাহার জুঁই, অর্ক, তৌহিদ নবীন, লেমন ও সাজেদুর রহমান।
চলতি মাসের ৫ ফেব্রুয়ারি ঢাকার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে ‘প্রতিপক্ষ’ নাটকটি দুইবার মঞ্চায়িত করা হয়।
রাশেদ রিন্টু/বিএ