ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

হিজড়াদের মারপিটে রাবি শিক্ষক আহত

প্রকাশিত: ১১:৪৯ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

টাকা চাইলে না দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মারধর করে গুরুতর আহত করেছে কয়েকজন হিজড়া। বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রোয় মোড় এলাকায় ওই শিক্ষকের বাসার সামনে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্চ ডেভেলপমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক কামাল হোসেন ঘাড় ও বাম হাতে গুরুতর আঘাত পান। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষকের বাচ্চা নাচিয়ে দিয়ে চারজন হিজড়া টাকা নিতে আসে। শিক্ষক কিছু টাকা দিলেও হিজড়ারা এতে অসন্তোষ জানান। এক পর্যায়ে তাদেরকে অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করলে ওই হিজড়ারা শিক্ষককে মারধর করেন। এতে তিনি ঘাড় ও বাম হাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সহকারী অধ্যাপক কামাল হোসেনের স্ত্রী মোছা. নীলা খাতুন জাগো নিউজকে বলেন, টাকা চাইলে আমি ১০০ টাকা দিই। কিন্তু তারপরও তারা আমার বাচ্চাকে কেড়ে নিয়ে যাচ্ছিলো। পরে আমার স্বামী এতে বাধা দিলে তারা তাকে মেরে আহত করে।
 
এই ঘটানার পর ঘটনাস্থল থেকে তিন জন হিজড়াকে আটক করে নিয়ে যায় মতিহার থানা পুলিশ। মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশোক চৌহান বলেন, তাদেরকে আটক করা হয়েছে। বিষয়টি খঁতিয়ে দেখা হচ্ছে।

দিনের আলো হিজড়া উন্নয়ন সংস্থার সভাপতি মোহনা জাগো নিউজকে বলেন, আসলে এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে এমন অনেকেই আছে যারা আমাদের সদস্য নয়।

রাশেদ রিন্টু/এফএ/ এমএএস/পিআর