নোবেলজয়ী জ্যঁ তিরলকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দিলো ঢাবি
রাষ্ট্রপতির হাত থেকে ডক্টর অব লজ ডিগ্রি নিলেন ড. জ্যঁ তিরল/ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ডক্টর অব লজ ডিগ্রি’তে ভূষিত হলেন অর্থনীতিতে নোবেল বিজয়ী ফরাসি অধ্যাপক ড. জ্যঁ তিরল।
শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে তাকে এ ডিগ্রি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নোবেল বিজয়ী ড. জ্যঁ তিরলকে এ ডিগ্রি দেওয়ার জন্য প্রস্তাব করেন। প্রস্তাবের বক্তব্যে উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, নোবেল বিজয়ী অধ্যাপক ড. জ্যঁ তিরলকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদানের জন্য আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মাননীয় চ্যান্সেলরের কাছে অনুরোধ করছি।’
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ উপাচার্যের এ প্রস্তাবে অনুমোদন দেন। অনুমোদনের পর রাষ্ট্রপতির কাছ থেকে ডক্টর অব লজ ডিগ্রি গ্রহণ করেন অধ্যাপক ড. জ্যঁ তিরল। ডিগ্রির সনদে অধ্যাপক তিরলের কাছ থেকে সই নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ।
আল-সাদী ভূঁইয়া/এএএইচ/এমএস