ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

৯ শিক্ষক-কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠানোয় রুয়েটে প্রতিবাদ

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০২ জানুয়ারি ২০২৩

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৯ শিক্ষক ও কর্মকর্তাকে ডাকযোগে কাফনের কাপড় পাঠানোর প্রতিবাদে মানববন্ধ হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে প্রশাসন। এ সময় দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, গবেষণা ও সম্প্রসারণের পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, বঙ্গবন্ধু পরিষদ রুয়েটের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বঙ্গবন্ধু পরিষদ রুয়েটের সাধারণ সম্পাদক ও ইউআরপি বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. কামরুজ্জামন রিপন, আইপিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোশাররফ হোসেন, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শহীদুল ইসলাম, রুয়েটের কম্পট্রোলার ও কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ, শিক্ষা শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কর্মকর্তা সমিতির দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. রাইসুল ইসলাম, বিইসিএম বিভাগের ল্যাব অ্যাসিস্টেন্ট মো. আমান ফরহাদ সেতুমহ আরও অনেকে।

২১ ডিসেম্বর ডাকযোগে বেনামে পাঠানো একটি চিঠিতে রুয়েটের ৯ শিক্ষক ও কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

এসজে/এমএস