নিঃস্ব বাবুকে সহায়তা দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওয়াহিদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোটেল মালিক মানিক হোসেন ওরফে বাবুর পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী তানভীর ওয়াহিদ।
শুক্রবার (৬ জানুয়ারি) দিনগত রাতে ১০ হাজার টাকা বিকাশ করে পাঠিয়েছেন বলে জানান মানিক হোসেন বাবু।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের সামনে খাবারের দোকান চালাতেন মো. মানিক হোসেন (৩৩)। শিক্ষার্থীরা তাকে ‘বাবু ভাই’ বলে ডাকেন। বাজারের টাকা না থাকায় নিরুপায় হয়ে ২২ ডিসেম্বর তিনি তার দোকানটি বন্ধ করে দিয়েছেন।
এদিকে বাবুর দোকানে ১৩ জন কর্মচারী কাজ করতেন। তারা দৈনিক চার থেকে পাঁচশ টাকা পেতেন। তার দোকান বন্ধ হয়ে যাওয়ায় এই ১৩ জন কর্মচারীও কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এবিষয়ে গণমাধ্যমে লেখালেখি হলে বিষয়টি নজরে আসে আমেরিকা প্রবাসী তানভীর ওয়াহিদের। গত ৩১ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, আমি তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মানিক হোসাইন যার একটি রেস্টুরেন্ট আছে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এখান থেকে বাকি খেয়ে টাকা দিচ্ছে না। ব্যক্তিগতভাবে এই জিনিসটি আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমি তাকে ১০ হাজার টাকা দিয়ে সাহায্য করতে চাই।
এবিষয়ে মানিক মিয়া জাগো নিউজকে বলেন, আমেরিকা থেকে ওয়াহিদ ভাই আমাকে ১০ হাজার ৮০০ টাকা পাঠিয়েছেন। আমার খাবারের দোকানের উপর ভরসা করে পরিবার চলে। এভাবে যদি সবাই আমার কষ্টে সহযোগিতা করে তাহলে আমি আমার পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবো।
শিক্ষার্থীরা বকেয়া টাকা পরিশোধ করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা কিছু কিছু টাকা দিচ্ছেন। তবে যাদের কাছে বকেয়া বেশি তারা ১০ তারিখ পর্যন্ত সময় নিয়েছেন।
মনির হোসেন মাহিন/জেএস/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি