ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

তিতুমীর কলেজে দুপক্ষের সংঘর্ষ

প্রকাশিত: ০৫:৩৬ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

মহাখালীর তিতুমীর কলেজে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল পৌনে ১১ টায় বর্ধিত ফি আদায় বন্ধে শিক্ষার্থীদের আন্দোলনের সময় শিক্ষার্থীদের আরেকটি গ্রুপ সেখানে হামলা চালায়।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম। তিনি জানান, কে বা কারা ছাত্রদের আন্দোলনে হামলা চালিয়েছে। ঘটনাস্থলে যাচ্ছি অবস্থা পর্যবেক্ষণে।

তবে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছে, ছাত্রলীগের একটি গ্রুপ তাদের আন্দোলনে এসে বাকবিতণ্ডা এবং হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটনায়।

এ ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বনানী থানা পুলিশ।

এআর/জেএইচ/পিআর