বরিশাল বিশ্ববিদ্যালয়
হেলমেট পরে হলে ঢুকে হামলার প্রতিবাদে মশাল মিছিল
হেলমেট পরে হলে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাতকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের দাবিতে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় বরিশাল কুয়াকাটা মহাসড়কে মশাল মিছিলটি করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা সিসি ক্যামেরা দেখে জড়িতদের শনাক্ত করে সবাইকে আইনের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী গ্রেফতার
তারা জানান, হামলার ঘটনায় জড়িতদের মধ্যে পুলিশ এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলীম ছালেহি, রিয়াজ উদ্দিন মোল্লা, শামীম সিকদারকে গ্রেফতার করেছে। কিন্তু এ ঘটনায় জড়িত বাকি আসামিদের এখনও আইনের আওতায় আনতে পারেনি।
এর আগে ২৪ জানুয়ারি ভোর সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের ৪০১৮ নম্বর রুমে হেলমেট পরিহিত একদল যুবক মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলা করে। এসময় তাকে বাঁচাতে গিয়ে জিএম ফাহাদ ও একে জিহাদ নামের দুই শিক্ষার্থী আহত হয়।
জেএস/জিকেএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি