ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে অবস্থান কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০২ মার্চ ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভর্তিচ্ছুরা।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় ‘বঙ্গবন্ধুর বাংলায়, সেকেন্ড টাইম কেন নাই’, ‘শেখ হাসিনার বাংলায়, সেকেন্ড টাইমের সুযোগ চাই’, ‘চবি সেকেন্ড টাইম, আমাদের দাবি মানতে হবে’, ‘শিক্ষা কোনো ভিক্ষা নয়’ দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায় ভর্তিচ্ছুদের হাতে।

আন্দোলনকারী শিক্ষার্থী দীপন বৈদ্য বলেন, ‘আমরা অনেকদিন ধরে আন্দোলন করে আসছি। কিন্তু প্রশাসন আমাদের দাবিতে কর্ণপাত করছে না। মেডিকেল কলেজ, রাবি, জাবিতে সেকেন্ড টাইমের সুযোগ রয়েছে। কিন্তু চবিতে নেই। এটা একজন শিক্ষার্থীর অধিকার। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।’

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে অবস্থান কর্মসূচি

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, ‘আমরা করোনায় জর্জরিত ব্যাচ। করোনায় পড়ালেখার যথেষ্ট ক্ষতি হয়েছে। আমরা জানি দ্বিতীয়বার পরীক্ষা নিলে অনেক শিক্ষার্থী বাড়বে। ভর্তি পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয়ের কষ্ট হবে। কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দিলে এখান থেকে মেধাবীরা বেরিয়ে আসবে। দেশের উপকার হবে।’

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বলেন, প্রতিবছরই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিটি গঠন করা হয়। তারা যদি মনে করেন সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হবে, তাহলে এটি সম্ভব। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভেবে দেখবে তাদের সুযোগ দেওয়া হবে কি না।

এসআর/জেআইএম