ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

গণরুম উচ্ছেদসহ তিনদফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৫ মার্চ ২০২৩

গণরুম উচ্ছেদসহ তিনদফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (৫ মার্চ) সকাল ৯টায় নতুন প্রশাসনিক ভবনে এ অবরোধ কর্মসূচি শুরু করেন তারা।

তাদের দাবিগুলো হলো- গণরুম-মিনিগণরুম উচ্ছেদসহ সব বৈধ ও নিয়মিত শিক্ষার্থীর আসন, পড়ার টেবিল ও চেয়ার নিশ্চিত করতে হবে। অবিলম্বে সবগুলো নতুন হল খুলে দিয়ে কৃত্রিম আবাস সংকটের অবসান করতে হবে এবং হলগুলোতে আসন বণ্টন ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব হল প্রশাসনকে নিতে হবে।

এসময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, প্রশাসনের রাজনৈতিক অভিলিপ্সা, দায়িত্ব জ্ঞানহীনতার কারণে আমাদের গণরুম ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। নবীন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থার ওপর একটা ভয়ঙ্কর ক্ষতিকর প্রভাব ফেলে। সে ব্যবস্থাকে টিকিয়ে রেখে কোনোভাবেই একটা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক উপায়ে চলতে পারে না।

jABI-(2).jpg

আরও পড়ুন: জাবিতে তিন দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমতিয়াজ অর্ণব বলেন, দেড় বছর পার হয়ে গেলেও প্রশাসন হলগুলো উদ্বোধন করতে পারেননি। একের পর এক আল্টিমেটাম দেওয়ার পরও প্রশাসনের কোনো উদ্যোগ না নেওয়ায় আমাদের এ কর্মসূচি।

অবরোধ চলাকালে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন সহকারী প্রক্টর।
এদিকে অবরোধ থাকায় প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি কর্মকর্তা ও কর্মচারীরা।

পরে প্রক্টর আসম ফিরোজ-উল-হাসান বলেন, আসন সঙ্কট সমাধানে দুটি হল খুলে দেওয়া হয়েছে। আরও দুটি হল মার্চের মধ্যে খুলে দিতে পারবো বলে আশাবাদী। তাহলে অধিকাংশ সমস্যার সমাধান হবে। শিক্ষার্থীরা দাবি করছে আজকের মধ্যে হলগুলো খুলে দিতে হবে। ১০তলা বিশিষ্ট হলে লিফট ও বিদ্যুৎ সরবরাহ ছাড়া চালু সম্ভব নয়।

মাহবুব সরদার/আরএইচ/এমএস