ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

বদরুন্নেসায় শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি

ক্যাম্পাস প্রতিবেদক | প্রকাশিত: ০২:০১ পিএম, ০৬ মার্চ ২০২৩

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আবাসিক হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ৷

সোমবার (৬ মার্চ) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন্নাহার ৷

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, কলেজের উপাধ্যক্ষকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ কমিটিতে শিক্ষক পরিষদের সম্পাদকসহ আরও দুইজন শিক্ষক রয়েছেন। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেত্রীর জন্মদিনে চাঁদা না দেওয়ায় মারধর, হল কক্ষে ভাঙচুর 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তদন্ত কমিটির সদস্যরা ইতোমধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন। ভুক্তভোগী শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, তদন্ত কমিটির ম্যামরা আমার সঙ্গে কথা বলেছেন৷ ওইদিনের ঘটনার বিস্তারিত ম্যামদের বলেছি।

আরও পড়ুন: ছাত্রলীগ নেত্রী বললেন ‘সাংবাদিকরা গুজব ছড়াচ্ছেন’

বিজ্ঞাপন

এর আগে শনিবার (৪ মার্চ) রাতে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুনের জন্মদিনের অনুষ্ঠানে চাঁদা না দেওয়া ও কেক কাটার সময় উপস্থিত না হওয়ায় ওই শিক্ষার্থীকে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠে। পাশাপাশি ওই ছাত্রীর কক্ষ ভাঙচুরের অভিযোগও উঠেছে। খোদ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা আক্তার সাইমুনের বিরুদ্ধে উঠে এ অভিযোগ।

নাহিদ হাসান /জেএইচ/জিকেএস

বিজ্ঞাপন