বদরুন্নেসায় ছাত্রী নির্যাতন

ছাত্রলীগ নেত্রী বললেন ‘সাংবাদিকরা গুজব ছড়াচ্ছেন’

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৫ মার্চ ২০২৩
হাবিবা আক্তার সাইমুন

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুনের বিরুদ্ধে নিজের জন্মদিনে চাঁদা না দেওয়া ও কেক কাটায় অংশ না নেওয়ায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিকরা গুজব ছড়াচ্ছেন বলে দাবি করেছেন হাবিবা আক্তার সাইমুন।

রোববার (৫ মার্চ) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।

তিনি ফেসবুকে লিখেন, ‘সাংবাদিক ভাইদের উদ্দেশে একটা কথা বলার আছে...আপনারা সংবাদ প্রচার করেন মানুষকে তথ্য দেওয়ার জন্য। মানুষের হাতের নাগালে সব ধরনের (ভালো-মন্দ) সত্য তথ্যগুলা পৌঁছে দেওয়া আপনাদের দায়িত্ব এবং এটা অনেক বড় একটা দায়িত্ব। কিন্তু কাউকে নিয়ে মিথ্যা তথ্য লিখে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা যারা করেন তাদের বলতে চাই, আপনি যাকে নিয়ে গুজব ছড়াচ্ছেন, মিথ্যা সংবাদ রটাচ্ছেন সেও আপনার মতো কিংবা আপনার বোনের মতো কিংবা আপনার ভাগনের মতো কোনো পরিবারেরই সন্তান। সেও আপনার মতোই কারও মেয়ে বা কারও ছেলে। আপনাদের মতোই একটা সমাজে বাস করে। হোক সে নেতা কিংবা নেত্রী, তারও একটা জবাবদিহির জায়গা আছে। মোটের ওপর আপনার মতোই মানুষ।’

jagonews24

আরও পড়ুন>> ছাত্রলীগ নেত্রীর জন্মদিনে চাঁদা না দেওয়ায় মারধর, হল কক্ষে ভাঙচুর

তিনি আরও লেখেন, ‘বুঝলাম এটা আপনার জীবিকা, কিন্তু তাই বলে নিজের জীবন বাঁচাতে অন্যকে বিপদে ঠেলে দিয়ে আপনি কোন মানবিক ধর্ম পালন করছেন আমাকে একটু বলবেন? সংবাদ প্রচার করছেন ভালো কথা, ঘটনার সত্যতা যাচাই করে মানুষকে জানান। কাউকে নিয়ে মিথ্যা প্রচার-প্রসার করবেন কেন!’

আরও পড়ুন>> ঢাকা কলেজ ৩ দিন বন্ধ ঘোষণা

এর আগে শনিবার (৪ মার্চ) রাতে কলেজের আবাসিক হলে এক শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতন ও কক্ষ ভাঙচুরের অভিযোগ ওঠে ওই ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে। ওই দিনের কয়েকটি ভিডিও জাগো নিউজের হাতে এসেছে।

নাহিদ হাসান/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।