জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই পুনর্মিলনী ১৭ মার্চ
ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আগামী শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর আফতাবনগরের একটি রিসোর্টে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। এদিন অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী এ অনুষ্ঠানে থাকছে স্মৃতিচারণ, গল্প, আড্ডা, খেলার ইভেন্ট ও আকর্ষণীয় র্যাফেল ড্র। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে আগামী ১৪ মার্চের মধ্যে গুগল থেকে ফর্ম পূরণ করতে হবে।
বিএ/জেআইএম