ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বশেমুরবিপ্রবিপি উপাচার্যের শ্রদ্ধা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১৭ মার্চ ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবিপি) উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বশেমুরবিপ্রবিপি উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজো অফিসে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন ও শিশুদের স্বপ্নপূরণ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. অলক কুমার সাহা।

বশেমুরবিপ্রবিপি উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন পিরোজপুর থেকে ভার্চুয়ালি আলোচনা সভায় যুক্ত হন। এছাড়া আগত অতিথি ও বিশ্ববিদ্যালয়ের কর্মকতা-কর্মচারীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তুলে ধরা হয়। পাশাপাশি বঙ্গবন্ধুর জীবন দর্শন ও শিশুদের স্বপ্নপূরণের প্রতিপাদ্য নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন দর্শন যথাযথভাবে অনুসরণ ও আগামী প্রজন্মের মধ্যে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন, যার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

কেএসআর/এএসএম