ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়

আবাসিক শিক্ষার্থীকে মারধর, সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাবি | প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১০ এপ্রিল ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ হবিবুর রহমান হলে এক আবাসিক শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকির ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সম্পাদক।

সোমবার (১০ এপ্রিল) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। একই বিজ্ঞপ্তিতে আরও চারটি শাখার চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. আরিফ হোসেন (সহ-সভাপতি, নীলফামারী ছাত্রলীগ), মো. মনিরুল ইসলাম (সহ-সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ), রবিন হাসান রকি (সভাপতি, বেলকুচি উপজেলা ছাত্রলীগ), রানা মণ্ডল (সাংগঠনিক সম্পাদক, তাড়াশ উপজেলা ছাত্রলীগ) ও সবুজ মালাকারকে (সহ-সভাপতি, আমতলী উপজেলা ছাত্রলীগ) বহিষ্কার করা হলো।

আরও পড়ুন: শিক্ষকের বিরুদ্ধে অপবাদ, মমেক থেকে ছাত্রলীগ নেতা বহিষ্কার

এ প্রসঙ্গে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, কিছুদিন আগে হবিবুর রহমান হলে এক শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ঘটে। এতে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মনিরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। হলের মারধরের ঘটনায় আমরা কেন্দ্রীয় ছাত্রলীগকে বিষয়টি অবহিত করি। শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকা ছাত্রলীগের দায়িত্ব।

গত ২৬ মার্চ রাতে রাবির শহিদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী হলের সিট ছাড়া নিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগ নেতা মনিরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় নগরীর মতিহার থানায় একটি অভিযোগও জানান ওই ভুক্তভোগী শিক্ষার্থী।

মনির হোসেন মাহিন/আরএইচ/এএসএম