শিক্ষকের বিরুদ্ধে অপবাদ, মমেক থেকে ছাত্রলীগ নেতা বহিষ্কার
শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অপবাদ দেওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) থেকে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানকে তিনবছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া কলেজের দুই শিক্ষার্থীকে দুই বছরের, সাত শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার এবং আট শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
শনিবার (৫ মার্চ) বেলা ১১টা থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত কলেজের সভাকক্ষে চলা একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই বছরের জন্য বহিষ্কৃতরা হলেন, ম-৫৫ ব্যাচের ছাত্র ফায়াদুর রহমান আকাশ ও বিডিএস-৬ ব্যাচের তামান্না তাসকিন।
এক বছরের জন্য বহিষ্কৃতরা হলেন, ম-৫৪ ব্যাচের সুনীতি কুমার দাস, একই ব্যাচের সানবীম খান, মাহিদুল হক, তানবিন হাসান, ম-৫৫ ব্যাচের কাশফী তাবরীজ, একই ব্যাচের রাপ্পু কর্মকার এবং সাখাওয়াত হোসেন সিফাত। এছাড়াও অনিচ্ছাকৃতভাবে মিছিলে অংশগ্রহণ করায় আটজনের মুচলেকা নিয়ে একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫৩ ব্যাচের ছাত্র এবং কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন।
ওই অভিযোগে আব্দুল্লাহ আল হাসান দাবি করেন, সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উদ্দেশ্যেপ্রণোদিতভাবে একজন ডিএসবির সদস্যের সামনে সার্জারি বিষয়ের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করেন। এছাড়া বিভিন্ন সময় ওই শিক্ষক সরকারি বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। নিজের ইচ্ছা অনুযায়ী সরকারি দলীয় ছাত্রদের ফেল করানোর কথাও উল্লেখ্য করেন।
পরে ২৩ ফেব্রুয়ারি সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে ৫৩ ব্যাচের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ এনে ময়মনসিংহ মেডিকেল কলেজ গেটের সামনে মানববন্ধন হয়। এ সময় ওই অধ্যাপকের বহিষ্কার দাবি জানান শিক্ষার্থীরা।
এ ঘটনার পর ২৪ ফেব্রুয়ারি গাইনি বিভাগের বিভাগীয় প্রধান তাইয়্যুবা তানজিনকে প্রধান তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় মমেক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ জাগো নিউজকে বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ ক্যাম্পাসে মিছিল মিটিং সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
মঞ্জুরুল ইসলাম/এসজে/জিকেএস