নিরাপদ সড়কের দাবিতে হাবিপ্রবির শিক্ষার্থীদের মানববন্ধন
নিরাপদ সড়কের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০টা থেকে এই দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের ফলে দিনাজপুর থেকে রংপুর ও ঠাকুরগাঁওয়ের সড়ক যোগাযোগ বন্ধ থাকায় মহাসড়কের দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন। পরে দুপুর ১২টায় মানববন্ধন কর্মসূচি শেষ হলে যানচলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অনুষদের শেষ বর্ষের ছাত্রী রহিমা খাতুন রিমা শুক্রবার সদর উপজেলার চেহেলগাজী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। একই দিন সড়ক দুর্ঘটনায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আব্দুর রহমান টিটু। এরই প্রতিবাদে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে মানবান্ধন করে।
এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণে সম্ভাব্যতা যাচাই সম্পন্ন
- ২ তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ৩ অধ্যাদেশ সংস্কার ছাড়া বিশ্ববিদ্যালয় সংস্কার সম্ভব নয়: রাকসু জিএস
- ৪ আজও ওসমান হাদির কবরে মানুষের ভিড়, ন্যায়বিচারের দাবি জোরালো
- ৫ মওলানা ভাসানী পাকিস্তানকে নানান জাতিসত্তার কারাগার হিসেবে দেখতেন