চবি ভর্তি পরীক্ষা
এ ইউনিটের প্রথম দিন উপস্থিতি ৮০ শতাংশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথম দিনের দুই শিফট মিলিয়ে মোট ৭৯ দশমিক ৪৬ শতাংশ ভর্তিচ্ছু পরীক্ষায় উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মঙ্গলবার (১৬ মে) বেলা সোয়া ১১ টায় সকালের শিফট এবং সাড়ে ৩টায় বিকেলের শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বুধবার আরও দুই শিফটের পরীক্ষা হবে।
সকালের শিফটে ১৮ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থীর মধ্য থেকে ১৪ হাজার ৮২৭ জন পরীক্ষার্থী অংশ নেন। বিকেলের শিফটে ১৮ হাজার ৬৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৮৪৫ জন ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন। প্রথম দিনের পরীক্ষায় উপস্থিতির হার ৭৯ দশমিক ৪৬ শতাংশ।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নূরুল আজিম সিকদার। তিনি বলেন, প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। বৃষ্টির কারণে ট্রেনের শিডিউল কিছুটা বিঘ্ন ঘটেছে। এর বাইরে তেমন কোনো অসুবিধা হয়নি।
আহমেদ জুনাইদ/এসজে/এএসএম