ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবিতে ‘সার্ভে রেজাল্ট শেয়ারিং’ শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ১১:৪১ এএম, ১০ মার্চ ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘সার্ভে রেজাল্ট শেয়ারিং’শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হেকেপ প্রকল্পরে ‘সেলফ অ্যাসসেমন্টে অ্যান্ড কোয়ালিটি অ্যাসোরন্সে ইন হায়ার ইডুকশেন (আইকিএস)’ আওতায় ‘সেলফ অ্যাসেসমেন্ট কমিটির এ কর্মশালা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিভাগীয় শিক্ষক ও বিভাগীয় সেলফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান বক্তব্য প্রদান করেন।

স্বাগত বক্তব্য রাখেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. আলী নূর এবং প্রতিবেদন তুলে ধরেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইন্সিটিটিউট কোয়ালিটি অ্যাসোরেন্স সেলসের পরিচালক ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল আলম খান।

কর্মশালায় বিভাগীয় শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সু্ব্রত মণ্ডল/এসএইচএস/এবিএস