গুচ্ছ ভর্তি পরীক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিচ্ছে ১৪১৬ ভর্তিচ্ছু
ফাইল ছবি
গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের পরীক্ষা শনিবার। এবার ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৪১৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিবে।
জানা যায়, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মাত্র একটি ভবনে অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরীক্ষার্থীদের সহজে সিট খুঁজে পাওয়ার সুবিধার্থে মূল ফটক এবং ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে সিট প্লান সংবলিত ডিজিটাল ব্যানার দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত থাকবে বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা। পরিক্ষার্থীরা কেবল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়েই প্রবেশ করতে পারবেন।
নিরাপত্তার স্বার্থে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পুলিশের পাশাপাশি নিয়োজিত থাকবে র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও। যে কোনো ধরনের অপরাধ দমনে মনিটরিংয়ে থাকবে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আশাকরি পরীক্ষা সুষ্ঠু হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
রুমি নোমান/আরএইচ/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি