গুচ্ছের ‘সি’ ইউনিটে শাবিপ্রবিতে অনুপস্থিত ২১ ভর্তিচ্ছু
গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসেননি ২১ ভর্তিচ্ছু।
শনিবার (২৭ মে) দুপুরে শাবিপ্রবি কেন্দ্রের ভর্তি কমিটির সাধারণ সম্পাদক ড. মো. মাহবুবুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শাবিপ্রবি কেন্দ্রে গুচ্ছের ‘সি’ ইউনিটে অংশ নিচ্ছে ৯৪৪ ভর্তিচ্ছু

তিনি বলেন, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের ৩৯টি কেন্দ্রে একযোগে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলে। এ ইউনিটের ভর্তি পরীক্ষায় শাবিপ্রবিতে দুটি ভবনে অংশগ্রহণ করেছেন ৯২৩ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২১ জন শিক্ষার্থী।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী জাগো নিউজকে বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শৃঙ্খলা কমিটি থেকে কোনো ধরনের খারাপ রিপোর্ট আসে নি। প্রক্টরিয়াল বডিও সবসময় তৎপর ছিল।
নাঈম আহমদ শুভ/আরএইচ/এএসএম