শাবিপ্রবি কেন্দ্রে গুচ্ছের ‘সি’ ইউনিটে অংশ নিচ্ছে ৯৪৪ ভর্তিচ্ছু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৫ মে ২০২৩
ফাইল ছবি

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিচ্ছে সিলেট অঞ্চলের ৯৪৪ ভর্তিচ্ছু।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় শাবিপ্রবি কেন্দ্রের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম বিষয়টি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০২২-২৩ সেশনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে শনিবার শাবিপ্রবিতে ‘সি’ ইউনিটে ৯৪৪ জন শিক্ষার্থী অংশ নেবেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘বি’ ও ‘সি’ তে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন: ভালো ফলেও উচ্চশিক্ষায় ‘বাধা’ ভর্তিযুদ্ধ

ড. মাহবুবুল হাকিম আরও বলেন, ৩ জুন শাবিপ্রবিতে ‘এ’ ইউনিটে ছয় হাজার ৩৯ শিক্ষার্থী অংশ নেবেন। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের পরীক্ষার সিট বসানো হবে।

এবার দেশের ২২ সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৬ হাজার ৪৩৪ জন, ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৩৯ হাজার ৮৬৪ এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। গত ২০ মে দেশের ৩৯ টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং গত ২৩ মে রাতে ওই ইউনিটের ফলাফলও ঘোষণা করা হয়েছে।

নাঈম আহমদ শুভ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।