ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবিতে হল প্রভোস্ট লাঞ্ছনায় ছাত্র ইউনিয়নের নিন্দা

প্রকাশিত: ০৯:০৪ এএম, ১২ মার্চ ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টকে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

শনিবার ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল ও সাধারণ সম্পাদক আবিদ সরকার সোহাগ স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছি যে, নবীন শিক্ষার্থীদের খোঁজখবর নিতে গিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদরে হাতে লাঞ্ছনার শিকার হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক মো. ওবায়দুর রহমান।

বিবৃতিতে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ আরো বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যথাযথ তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে দোষীদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রভোস্ট হলরে গণরুমে নতুন শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে যান হলের প্রভোস্ট অধ্যাপক মো. ওবায়দুর রহমান। এ সময় হলের ৪৪ তম ব্যাচের ছাত্রলীগ কর্মীরা ৪৫ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিয়ে গণরুমে বসেন। হল প্রভোস্ট গণরুমে প্রবেশ করলে ছাত্রলীগ কর্মীরা উত্তেজিত হয়ে হলের সিনিয়র ছাত্রলীগ কর্মীদের জানালে তারা এসে হল প্রভোস্টের উপর চড়াও হন। বিভিন্ন ব্যাচের ও বিভাগের ৩০-৩৫ জন ছাত্রলীগ নেতা-কর্মী হলে প্রভোস্টকে ঘিরে ধরেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে মারধর করেত উদ্যত হন।

হাফিজুর রহমান/জেএইচ/এমএস