ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

এবার স্থগিত হলো ইবির ভর্তি সাক্ষাৎকার

প্রকাশিত: ১০:৪২ এএম, ১০ ডিসেম্বর ২০১৪

বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি মেধা তালিকায় উত্তীর্ণদের মৌখিক সাক্ষাৎকার। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
বৃহস্পতিবার থেকে মৌখিক সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। তবে এখন এ নিদ্ধান্তের পর ভর্তির সাক্ষাৎকারের নতুন সময়সূচি পরবর্তিতে জানানো হবে।
 
ভর্তি কমিটির বৈঠকে অংশ নেওয়া একাধিক শিক্ষক জানান, বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার। বৈঠকে অনির্দিষ্টকালের জন্য ভর্তির সাক্ষাৎকার স্থগিত রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
 
প্রসঙ্গত গত ৩০ নভেম্বর বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহতের ঘটনায় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।