ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ০৭:১৭ এএম, ২১ মার্চ ২০১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সচেতন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি স্বতন্ত্র বেতন স্কেল ও অষ্টম জাতীয় বেতন কাঠামো বাতিলের দাবিতে গতকাল রোববার এক ঘণ্টা এবং সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। এদিকে কর্মকর্তা সমিতি বেতন বৃদ্ধি ও চাকরির বয়স সীমা বৃদ্ধিসহ কয়েক দফা দাবিতে দীর্ঘদিন ধরে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

এতে ক্যাম্পাসে একদিকে শিক্ষকরা ক্লাস-পরীক্ষা থেকে বিরত রয়েছে অপরদিকে কর্মকর্তারা তাদের প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রয়েছে। শিক্ষকরা নিয়মিত ক্লাস-পরীক্ষা না নেয়া ও কর্মকর্তারা প্রশাসনিক কাজ না করায় সর্বত্র স্থবিরতা দেখা দিয়েছে এবং মুূখ থুবড়ে পড়েছে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম । ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শিক্ষা জীবন প্রায় ধ্বংসের মুখে।

Manob-Bandhon

এ অবস্থা থেকে উত্তোরণের জন্য সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে শিক্ষার্থী কামরুজ্জামান সাগরের পরিচালনায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ উত্তোরণের জন্য বক্তব্য রাখেন আশেকুর রহমান আতিক, আতাউর রহমান, আব্দুর রহমান, মোতসিম বিল্লাহ নোমান প্রমুখ।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ক্ষতি করে কোন কর্মসূচি না দিতে, সেশনজট মুক্ত করতে ও ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও কর্মকর্তাদের আহ্বান জানায়।

এসএস/এমএস