তাসকিন-সানিকে নিষিদ্ধের প্রতিবাদে রাবিতে মানববন্ধন
জাতীয় ক্রিকেট দলের প্রেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, তাসকিন-সানিকে আইসিসির নিষিদ্ধ করা ভারত-অষ্ট্রেলিয়ার ষড়যন্ত্রের অংশ। ভারত তাদের মাটিতে কোনো দিন বাংলাদেশকে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে না ডাকা, অস্ট্রেলিয়ার দ্বি-পাক্ষিক সিরিজ বাতিল ও অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে না আসা সবই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।20160321113814.jpg)
শিক্ষার্থীরা আরো বলেন, তাসকিন ও সানি আইসিসির তিন মোড়লের ষড়যন্ত্রের শিকার। আইসিসি পরিকল্পিতভাবে বাংলাদেশ ক্রিকেটের প্রতিভা ধ্বংসের চক্রান্তে নেমেছে। তারা বাংলাদেশ ক্রিকেটের অনেক সাফল্যের অংশীদার। আজ যখন তাদের চক্রান্ত করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হচ্ছে- তখন আমরা ঘরে বসে এ চক্রান্ত মেনে নিতে পারি না।
মানববন্ধনে শিক্ষার্থীরা এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান এবং বিসিবি দ্রুত তাসকিন ও সানিকে ক্রিকেটে ফিরিয়ে আনার ব্যবস্থা নিবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী খুর্শিদ রাজিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাদমানুল, রাতুল, রাফিজ, কামরুল, কাফি, সাদমান আদমান ও মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, গত ১৯ মার্চ বায়ো-মেকানিক্যাল পরীক্ষায় ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন ধরা পড়ায় তাদের সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি। এই নিষেধাজ্ঞার কারণে বোলিং অ্যাকশন পরিবর্তন না করা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তারা খেলতে পারবে না।
রাশেদ রিন্টু/এআরএ/আরআইপি