ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবি শিক্ষকদের কর্মবিরতি পালন

প্রকাশিত: ০৭:১৮ এএম, ১৩ ডিসেম্বর ২০১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. শফিউল হত্যাকাণ্ড নিয়ে পুলিশ কোনো ক্লু উদ্ধার করতে না পারায় কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাবি শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মবিরতি পালন করা হয়।

রাবি শিক্ষক শফিউল হত্যাকাণ্ডের ২৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ হত্যাকারীদের ব্যাপারে কিছু বলতে সক্ষম হয়নি। হত্যাকারীদের নিয়ে রাবির শিক্ষকদের ধোয়াশার মধ্যে রেখেছে। হত্যাকারী সন্দেহে যাদের গ্রেফতার করেছে পুলিশ তাদের ব্যাপারেও মুখ খুলছে না।

ড.শফিউলের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে গত ১০ ডিসেম্বর বুধবার কর্মবিরতির ঘোষণা দেয় রাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে। পূর্ব ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন ঘুরে দেখা যায়, কর্মবিরতি পালনে শিক্ষকদের মধ্যে তেমন গুরুত্ব প্রকাশ পায়। বিভিন্ন বিভাগে ক্লাস চলতে দেখা গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নিয়মিত পরীক্ষা কর্মবিরতির আওতার বাহিরে ছিল। এ জন্য যে সব বিভাগে পরীক্ষা ছিলে সেখানে যথা সময়ে পরীক্ষা হতে দেখা যায়।