ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইবি শিক্ষার্থীদের সমাবেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১০ অক্টোবর ২০২৩

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের উত্তর গেটে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী সমাবেশে অংশ নেন।

সমাবেশে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাসের চলমান অভিযানের প্রতি পূর্ণ সমর্থন জানান শিক্ষার্থীরা। পাশাপাশি ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমাহামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

jagonews24

সমাবেশে জাতিসংঘের সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, ‘আজকের যে জাতিসংঘ এরা জাতিসংঘ না, এরা বিজাতি সংঘ। তারা মূলত পশ্চিমাদের মদদপুষ্ট সাম্রাজ্যবাদী রাষ্ট্র কায়েম করতে চায়। মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ সময়ের দাবি।’

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি সমাবেশস্থল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় গিয়ে শেষ হয়।

রুমি নোমান/এসআর/এমএস